Sleep Paralysis: (আঞ্চলিকভাবে যেটাকে বলি বোবায় ধরা) সম্পর্কে বিস্তারিত জানুন..

বোবা ধরা সম্পর্কে কিছুদিন ধরেই কিছু
প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছি।
তবে একেকজন বিষয়টাকে একেকভাবে
দেখে।অনেকেই বিভিন্নভাবে
তাদের মতামত প্রকাশ করেছেন।

কিন্তু তাদের মতামতের মধ্যে আমি সঠিক
বিষয়টি পেয়েছি বলে মনে করি না।
-আসলে বোবা ধরাকে বিজ্ঞানের
ভাষাই কি বলে?
-এটি কেনো হয়?
-এটি হলে আমাদের কি করা উচিৎ?

উত্তরঃ

. Sleep Paralysis: (আঞ্চলিকভাবে
যেটাকে বলি বোবায় ধরা) থিটা
স্তরের শেষ দিক থেকেই মস্তিষ্ক
দেহের অন্যান্য অংশের ওপর নিয়ন্ত্রণ
ছেরে দেয়।

হঠাৎ ঘুম ভাঙলে
কারোকারো ক্ষেত্রে এই নিয়ন্ত্রনটি
তাৎক্ষণিক ফিরে আসে না। অর্থাৎ, ঘুম
ভাঙে কিন্তু হাত-পা নাড়ানো যায়
না।

ব্রেইন হঠাৎ এই অদ্ভুৎ পরিস্থিতে
পরে কোনো না কোনো ভাবে এর
ব্যাখ্যা দেয়ার চেষ্টা করে আর ৮০
ভাগ ক্ষেত্রেই এড্রেনালিন ক্ষরণ করে
হ্যালুসিনেটিক স্টেজে নিয়ে আসে।

তখন ভিক্টিম বিভিন্ন ধরণের কাল্পনিক
জীব-জন্তু বা ভয়ানক জিনিস দেখতে
থাকে।

আপনার সাথে কখনো এমন
হলে শুধু উত্তেজিত না হয়ে কিছুটা সময়
নেবেন ৫-১০ মিনিটের মধ্যেই সব
কন্ট্রোল ফিরে আসবে।

Previous
Next Post »

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng

জুনায়েদ ইভান এর ফেসবুক স্ট্যাটাস তথা কঠিন উক্তি। জুনায়েদ ইভান এর উক্তিসমূহ

একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার সূত্রটা কিন্তু খুবই সহজ। যতটুকু আঘাত সহ্য করার ক্ষমতা পাথরের আছে তার চাইতে বেশি আঘাত তাকে করতে হবে। যে কা...

Popular Posts