তুই পড়াশুনা শেষ করে ছোটখাটো
সম্মানজনক একটা জব করবি ঠিক। কিন্তু
বিয়ে করতে গেলে মেয়ের
ফ্যামেলি জিজ্ঞেস করবে, ছেলে
বেতন কত পায় ? ব্যাংক ব্যালেন্স কি
অাছে?
আমাদের মেয়ের জন্য তো
অামেরিকা ওয়ালা অাসছে, অামরা
দিই নাই। মেয়ে বিয়ে দেওয়ার
অাগে অামেরিকার সার্টিফিকেট
সব মেয়ে পক্ষ বানাই রাখে ।
অার বিদেশ যাবি টাকা কামাই করস
অার না করস, বিয়ের জন্য মাঠে নামবি
অটোমেটিক মেয়ের কথা বাদ দিলাম !
মেয়ের মা সহ চলে অাসবে, কইবো
পোলা তো বিদেশ থাকে, নিশ্চয়
বিস্তর টাকা কামাই করে ।
বেশিরভাগ সুন্দরী শিক্ষিত
মেয়েগুলো সব অান্ডারমেট্রিক
ওয়ালা প্রবাসীদের কপালে জোটে।
অার বেশকিছু পরিবার মেয়েদের ও
শিক্ষিত করে তোলে প্রবাসী
অান্ডারমেট্রিক ছেলেদের সাথে
বিয়ে দেওয়ার জন্য । মানুষের
মেন্টালিটি এখন টাকার উপড়ে, নট
পড়ালেখা।
( প্রবাসীরা চেগার, অামরা দেশীরা
বেকার)
বি:দ্র: বর্তমান প্রেক্ষাপট টার বাস্তব
চিত্র তুলে ধরলাম।
EmoticonEmoticon