যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তিনিই তার জন্য যথেষ্ট হবেন (ত্বালাক:৩)

"ছোট্ট ছেলেটি বাবার হাত ধরে
যাচ্ছিল। ছোট্ট পাঞ্জাবী আর টুপি
পরে যাচ্ছিল। দেখে মনে হচ্ছে এ যেন
এক স্বচ্ছ মুক্তো। ছেলের বাবাকে
জিজ্ঞেস করলাম, " কোথায় ভর্তি
করালেন? "উত্তরে বলল " মাদ্রাসায়
ভর্তি করালাম, রিযিকের ভয় করি না।
রিযিক আল্লাহ তা আলাই দেবেন। "
সুবহানআল্লাহ আল্লাহর উপর কেমন
ভরসাই না তিনি রেখেছেন।
,
মারয়াম আ: শিশুপুত্র ঈসা আ: কে সঙ্গে
নিয়ে নিজ গোত্রের মধ্যে ফিরে
আসলেন। গোত্রের লোকজন এক শিশুকে
সঙ্গে দেখে অপবাদ দেওয়া শুরু করল।
কারণ মারয়াম আ: এ পর্যন্ত কোন বিবাহ
বন্ধনে আবদ্ধ হন নি। অথচ মারয়াম আ:
নিশ্চুপ। সবাই অনেক কথা বলাবলি শুরু
করল কিন্তু মারয়াম আ: একটি কথা ও বলল
না কারণ তা ছিল আল্লাহর নির্দেশ।
অত:পর ঈসা আ: শিশু অবস্থায় মুখ খুলে
তার পরিচয় বর্ণনা দিলেন।
,
গোত্রের সবাই মিথ্যা অপবাদ
দিচ্ছিল। সবাই খারাপ ধারণা পোষন
করছিল সবাই পীড়াপীড়ি শুরু করল
এমতাবস্থায় চুপ থাকা কতই না কষ্টের।
কিভাবেই বা এ বিপদ থেকে উদ্ধার
পাবেন?? তবুও তিনি চুপ থাকলেন কার
উপর ভরসা করে, একমাত্র আল্লাহর উপর
ভরসা করে। কারণ তিনি নিশ্চয় একটি
পথ বের করে দেবেন।
,
ইবরাহীম আ: কে দগ্ধ করার জন্য তার
নিজ গোত্রের লোকেরা জ্বলন্ত
অগ্নিকুণ্ড তৈরী করল। যে অগ্নিকুণ্ডের
উপর দিয়ে একটি পাখি উড়ে যাওয়া
কষ্টকর সেই অগ্নিকুন্ডে একটি মানুষই বা
বাচবে কিভাবে। কিন্তু ইবরাহীম আ:
এতে সামান্যতম বিচলিত হন নি। তার
জন্য অগ্নি শীতল ও আরামদায়ক হয়ে
গেল। কারণ তার ভরসা ছিল একমাত্র
আল্লাহর উপর। তিনি নিশ্চয় একটি পথ
তৈরী করে দেবেন।।
,
মুসা: এর সামনে বিরাট সমুদ্র। পেছনে
ফেরাউনের সৈন্য দল। তারা মুসা: ও
তার অনুসারীদেরকে হত্যা করার জন্য
আসছে। গোত্রের লোকজন এবারে মুসা
আ: কে বলতে লাগল কিভাবে আমরা
তাদের হাত থেকে বাচব। কিন্তু মুসা:
একবারের জন্য ও বিচলিত হন নি। কারণ
প্রতিশ্রুতি আল্লাহ তা আলা
দিয়েছেন। লাঠি দিয়ে সমুদ্রের
পানিতে আঘাত করলেন সাথে সাথে
সমুদ্রের পানি বিভক্ত হয়ে গেল।
,
সামান্য একটি লাঠি দিয়ে পানিতে
আঘাত করলে কিই বা হবে। সর্বোচ্চ
কিছু পানি তার গায়ে ছিটকে এসে
পড়বে তবুও তিনি লাঠি দ্বারা
পানিতে আঘাত করলেন কার উপরই বা
ভরসা করে আঘাত করেছিলেন। সেই
ভরসা ছিল একমাত্র আল্লাহ তা আলার
উপর।
,
সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখুন,
নিশ্চয় তিনি একটি পথ বের করে
দেবেন।তার উপর ভরসা রাখুন তিনি
আপনাকে পাখির মতই রিযিক দিবেন
যারা সকালে ক্ষুদার্ত অবস্থায় থাকে
কিন্তু সন্ধায় ভরাপেটে বাসায়
ফেরে। আল্লাহর উপর ভরসা রাখুন
তিনিই আপনার জন্য যথেষ্ট হয়ে
যাবেন।
,
"যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে
তিনিই তার জন্য যথেষ্ট হবেন
(ত্বালাক:৩)

লিখাঃ Shahriar Hasan Ibn Shahadat
            (ফেসবুক থেকে)

Previous
Next Post »

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng

জুনায়েদ ইভান এর ফেসবুক স্ট্যাটাস তথা কঠিন উক্তি। জুনায়েদ ইভান এর উক্তিসমূহ

একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার সূত্রটা কিন্তু খুবই সহজ। যতটুকু আঘাত সহ্য করার ক্ষমতা পাথরের আছে তার চাইতে বেশি আঘাত তাকে করতে হবে। যে কা...

Popular Posts