প্রশ্নঃ মন থেকে নারী চিন্তা ও যৌন
চিন্তা, কামভাব দূর করার কী কোন
পদ্ধতি আছে?
মেডিকেল সাইন্স এবিষয়ে কী বলে?
বি.দ্র. কেউ কোনো খারাপ মাইন্ডে
নিবেন না।
কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ।
আশে পাশে
শুনিতেছেন ও দেখিতেছেন, তাই।
সমাধানঃ
১. খেলাধুলা নিয়ে ব্যাস্ত থাকেন।
খারাপ চিন্তা আসবে না।
বিশেষত
যখন ফুটবল খেলি, এরপরে ক্লান্তিতে
সমস্ত চিন্তা মুছে যায়। আর একলা ঘরে
আবদ্ধ থাকবেন না।
যথাসাধ্য বাহিরে
ঘুরাঘুরি করুন। নিয়মিত নামাজ পড়ুন।
পর্ন ভিডিও ভুলেও দেখবেন না।
২.
এটা প্রাকৃতিক প্রক্রিয়া তাই এটা মন
থেকে দুর করা সম্ভব না। যখন মনে
খারাপ চিন্তা আসবে তখন কোন
কাজে ব্যাস্ত হয়ে পড়ুন, কোন মজার বই,
কিংবা পত্রিকা পড়তে পারেন, অথবা
অন্য কোন কাজ।
অলস মস্তিস্ক শয়তানের
করখানা। তাই অলসতা ত্যাগ করুন।
৩.
ভাই, এইসব চিন্তা মাথায় আসবেই,
আসাটাই স্বাভাবিক কিন্তু চিন্তা
দুরে রাখার চেস্টা করুন।
চিন্তা
বাস্তবায়ন থেকে দুরে থাকুন। আল্লাহর
ভয় ছাড়া অন্যকোন উপায়ে এইসব থেকে
দুরে থাকা যাবে না।
এটাই আল্লাহর
পরীক্ষা। যদি বিরত থাকতে পারেন
ভাল প্রতিদান পাবেন।
EmoticonEmoticon