একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার
সূত্রটা কিন্তু খুবই সহজ।
যতটুকু আঘাত সহ্য
করার ক্ষমতা পাথরের আছে তার
চাইতে বেশি আঘাত তাকে করতে
হবে।
যে কাঠ যত শক্ত হয়, কাঠুরের কাছে
তাকে তত বেশি আঘাতই পেতে হয়।
ছোট হয়ে থাকার একটা সুবিধা কী
জানেন ?
একটা বিশাল পাহাড় যদি ভেঙ্গে
গিয়ে একটা পিঁপড়ার উপরে গিয়ে
পড়ে তখন পিঁপড়াটা সেটাকে একটা
ছোট পাথরই মনে করবে কেননা এর
চাইতে বেশি আঘাত সহ্য করার ক্ষমতা
তার নেই !!
1 comments:
Write commentsgreat....
ReplyEmoticonEmoticon