যে দুইটা জিনিস বদলে গেলে অর্ধেক সমস্যায় আপনি সমাধান খুজে পাবেন..

তুমি যদি তোমার অর্ধেক সমস্যার
সমাধান চাও তাহলে নিজের দুটি
জিনিস বদলে ফেলো। দু ধরনের
মানুষকে আমরা কখনো ভুলি না, যদি
আমরা কারো উপকার করি এবং কেউ
যদি আমাদের অপকার করে।

ব্যাপারটা উল্টো হবার কথা ছিল;তুমি
যাকে উপকার করেছো তাকে মনে না
রেখে বরং তাকে মনে রাখো তুমি
যার সাথে অন্যায় করেছো। এতে করে
তুমি নিজেকে শুধরানোর সুযোগ
পাবে।

তাকে ভুলে যাও যে তোমার সাথে
অন্যায় করেছে, তাকে মনে রেখে
দিলে তোমার অবচেতন মন সব সময় তার
ক্ষতি করতে চাইবে। তাহলে তোমার
আর তার মাঝে তফাৎটা কী থাকল ?
খাবার ঠিকভাবে না খেলে ওষুধ
খেতে হয়।

আবার খাবার বেশি
খেলেও ওষুধ খেতে হয়। বেঁচে থাকার
আহার হল ' আশা '
আশা কম থাকলে মানুষ হতাশায় থাকে
আবার বেশি আশা করলেও হতাশা
আসে। উইলিয়াম ব্ল্যাক একটি কথা
বলেছিলেন, কোন পাখি যতদূর ইচ্ছে
উড়ে যেতে পারে না, যদিও সে
নিজের পাখার উপর ভর করেই উড়ে
থাকে।

জীবনে সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য
অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না।
পৃথিবীর অন্যতম ধনী, স্টিব জবস মৃত্যু
শয্যায় থেকে আঁচ করতে পেরেছিলেন,
তিনি যখন মারা যাবেন , তাকে যে
গোরস্থানে রাখা হবে তিনি হবেন
সেই গোরস্থানের সব চাইতে ধনী
লাশ!!

একটা সুন্দর ছিমছাম লক্ষ স্থির করে,
তারপর দৌড়াতে শুরু কর। দেখবে অনেক
শত্রু তৈরি হয়ে গেছে তোমার। মানুষ
তাকেই নিচে নামাতে চায় যে তার
চাইতে উপরে আছে। কিন্তু শত্রু রাখা
যাবে না। শত্রুতা করে শত্রু কখনো নষ্ট
করা যায় না। শত্রু নষ্ট করতে হলে
শত্রুতাকে আগে ত্যাগ করতে হবে।

ব্যাক্তিত্বের সব চাইতে সুন্দর পোশাক
হল - বিনয়। বিনয়ের সব চাইতে আকর্ষীয়
ব্যাপার হল- সবাই বিনয়ীকে দুর্বলতা
মনে করলেও তারা নিজেরাই একটা
সময় মানুষটার প্রতি দুর্বল হয়ে পড়ে। সব
সময় মনে রাখবে, তোমার শুধু একটাই
অহংকার আছে, সেটা হল – তোমার
কোন অহংকার নেই।

সাফল্য হল এমন একটা জায়গা যেখানে
যেতে হলে সিঁড়ি বেয়ে উঠতে হয়। আর
ব্যার্থতা হল এক একটা সিঁড়ি। তুমি
একবার ব্যার্থ হয়েছো, এর মানে হল
তুমি একটা সিঁড়ি পার করে অন্য একটা
সিঁড়িতে উঠেছো।

বার বার ব্যার্থ
হবার পরেও তুমি হেঁটে যাচ্ছ, এর মানে
হল ; তুমি সিঁড়ির অনেকটা উপরে উঠে
গেছো। আর একটু সহ্য করতে পারলেই
দেখবে এই পৃথিবী তোমাকে দিবে; সব
দিবে; দিতে কার্পণ্য করবে না।

-- জুনায়েদ ইভান ( এশেজ)

Previous
Next Post »

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng

জুনায়েদ ইভান এর ফেসবুক স্ট্যাটাস তথা কঠিন উক্তি। জুনায়েদ ইভান এর উক্তিসমূহ

একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার সূত্রটা কিন্তু খুবই সহজ। যতটুকু আঘাত সহ্য করার ক্ষমতা পাথরের আছে তার চাইতে বেশি আঘাত তাকে করতে হবে। যে কা...

Popular Posts