ইসলাম ধর্ম সেরা ধর্ম। যার কোন তুলনা নেই। আসুন শিয়া সুন্নি বিরোধ বাদ দেই।

ইসলাম ধর্ম সেরা ধর্ম। যার কোন তুলনা নেই।

অনেক জায়গায় দেখেছি যে, কেউ শিয়া বা কেউ সুন্নি অনুসরণ করেন।

আর এটা নিয়েই বিরোধ করেন। শিয়া অনুসরণকারীরা সুন্নি অনুসরণকারীদের দেখতে পারেন না। আবার সুন্নি রা শিয়া দের দেখতে পারেন না।

এটা কোন ঝগড়া করার বিষয় হলো?
যার যেমন ইচ্ছা পালন করুক। তার নিজস্ব জ্ঞান রয়েছে, সেই জ্ঞান দ্বারা সেই লোক বুঝতে পারে যে এখানে তার কি করতে হবে। কেন তাকে শিয়া বা সুন্নি পালন করতে হবে।

আবার অনেকে টুপি নিয়া ঝামেলায় পড়েন। এই টুপিতে নামাজ হবে। ঐ টুপিতে হবে না এই ধরনের অযৌক্তিক কথা বার্তা নিয়ে পড়ে থাকলে হবে না। ক্ষেত্র বিশেষ এ টুপি ছাড়াও নামাজ পড়া যায়। টুপি হলো সুন্নত। অবশ্যই এটি পালন করা আমাদের কর্তব্য।

অতএব, আমাদের উচিত প্রথমত আমাদের ধর্ম সম্বন্ধে আগে ভালোভাবে জানা এরপর মানা। প্রয়োজনে মুফতি ( ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান রাখেন) দের কাছে প্রশ্ন করা।

ইসলাম শান্তির ধর্ম।

আর এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। অতএব আমাদের সেই হিসেবে বিধি বিধান মেনে চলা উচিত। যাতে পরকালে সহজেই নাজাত পাই।

Previous
Next Post »

জুনায়েদ ইভান এর ফেসবুক স্ট্যাটাস তথা কঠিন উক্তি। জুনায়েদ ইভান এর উক্তিসমূহ

একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার সূত্রটা কিন্তু খুবই সহজ। যতটুকু আঘাত সহ্য করার ক্ষমতা পাথরের আছে তার চাইতে বেশি আঘাত তাকে করতে হবে। যে কা...

Popular Posts