কি যুগ আইলো। কয়েল জালালে
কয়েলের উপর মশা বসে থাকে,
আগে লাইট জালালে লজ্জায় মশা
কাছে আসতোনা।
আগে হাতে মশা
বসলে হাত ঝারা দিলে চলে
যেতো। এখন আরো চুম্বকের মতো
লেগে থাকে।
একখানা মশার ব্যাট কিনছিলাম।
ব্যাডমিন্টন খেলোয়ার না হয়েও ঠুস
ঠাস কিছু মশা মরছিলো। হঠাত আজ
দেখি সেটাও অকেজো।
এক ফ্রেন্ডের অলরেডি ডেংগু
হয়েছে। সত্যি ভয়ে আছি।
মেয়র আনিস নাকি বলছে ঢাকায়
আগের চেয়ে তিনগুন বেড়েছে
মশা। তারা নিয়ন্ত্রন করতে
পারছেনা।
EmoticonEmoticon