ইকামত শুরু হয়ে গেছে। পেছন থেকে
একটা ছোট ছেলে সামনের কাতারে
আসল। চোখে মুখে উৎফুল্লতার আভা।
পাশের ব্যক্তি বলে উঠল "ছোট ছেলে
সামনের কাতারে কেন?? যাও পেছনে
যাও" ছেলেটি করুন চাহনি নিয়ে
আশেপাশের মানুষের দিকে তাকাল
তারপর মন খারাপের এক আভা নিয়ে
পেছনের দিকে চলে গেল।
,
শিশুদের অন্তর স্বচ্ছ কাচের মত। আপনি
যদি সামান্যতম আঘাত দেন তাহলে
সেই আঘাত গভীরভাবে প্রভাব ফেলে।
মনে আছে ছোট থাকতে নামাজে
গেলে এক ব্যক্তি শুধু শুধু আমাকে
জ্বালাতন করত এখনো তার কথা ভুলি
নি।
,
তারা সবসময় আপনার কাছে ভাল
ব্যবহার প্রত্যাশা করে। একদা রাসুল সা:
তার নাতি হোসাইন রা: কে কাঁধে
নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি হোসাইন
রা: কে বললেন , "কত সুন্দর তোমার
গাড়ি(রাসুল সা: কে ইংগিত করে)".
জবাবে রাসুল সা: বললেন "কত সুন্দরই না
চালকটি"।
,
এবারে গ্রামে গিয়েছিলাম
খালাতো মামাতো ছোট ভাইবোন
কে একসাথে জড়ো করে জান্নাত,
জাহান্নাম, নামাজ পর্দা ইত্যাদি
সম্পর্কে বর্ণনা দিলাম। কিছুক্ষণ পর
আসরের আজান দিল। ছোট ভাই সাথে
সাথে ডেকে বলল ভাইয়া চল প্রথম
কাতারে যেতে হবে।
,
নামাজ পড়ে আসতেই দেখি কয়েকজন
আপু নিকাব পড়ার স্টাইলে স্কার্ফ পড়ে
বলল ভাইয়া আমরা সবাই নামাজ
পড়েছি। সুবহানআল্লাহ সাথে সাথে
প্রভাব ফেলে দিয়েছে।
,
তারা হল খালি শিশির ন্যায় যদি
আপনি তাতে আতর ঢেলে দেন তাহলে
সেখান থেকে সুগন্ধ ছড়াবে আর যদি
আপনি খারাপ কিছু ঢেলে দেন
তাহলে সেখান থেকে দুর্গন্ধ ছড়াবে।
,
অবাক লাগে যেখানে ছোট শিশুদের
জিজ্ঞেস করা হয় বড় হয়ে কি হবে তখন
কেউ বলে সাকিব, কেউ স্পাইডারম্যান
হতে চায় অথবা কেউবা সুপারম্যান
হতে চায় কেউ কেউ আবার কিরণমালা
হতে চায়।
,
যদি তাদেরকে নবী সাহাবীদের
ত্যাগ স্বীকারের গল্প শুনানো হতো,
তাদের শৌর্য-সাহসীকতার গল্প
শুনানো হতো তাহলে তারাই চিৎকার
দিয়ে বলে উঠত আমি উমার, খালিদ
ইবনে ওয়ালিদ এর মতে চাই। কেউ কেউ
মুখে হাসি নিয়ে বলত আমি খাদিজা,
মারিয়াম এর হতে চাই।
নিজেকে জানুন
ইসলামিক
আজকের ছেলেমেয়েদের বড় হওয়ার ইচ্ছেগুলো কেন ব্যাতিক্রম? কেন ওরা ইসলাম সম্পর্কে অজ্ঞ?
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)
জুনায়েদ ইভান এর ফেসবুক স্ট্যাটাস তথা কঠিন উক্তি। জুনায়েদ ইভান এর উক্তিসমূহ
একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার সূত্রটা কিন্তু খুবই সহজ। যতটুকু আঘাত সহ্য করার ক্ষমতা পাথরের আছে তার চাইতে বেশি আঘাত তাকে করতে হবে। যে কা...
Popular Posts
-
একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার সূত্রটা কিন্তু খুবই সহজ। যতটুকু আঘাত সহ্য করার ক্ষমতা পাথরের আছে তার চাইতে বেশি আঘাত তাকে করতে হবে। যে কা...
-
প্রতিশোধ অন্য ভাবেও নেয়া যায়। কেউ তোমাকে মেরে রক্তাক্ত করে ফেললে তুমি অপেক্ষা করবে কবে তার রক্তের দরকার হবে এবং সেই রক্ত তুমি নিজে তা...
-
প্রশ্নঃ মন থেকে নারী চিন্তা ও যৌন চিন্তা, কামভাব দূর করার কী কোন পদ্ধতি আছে? মেডিকেল সাইন্স এবিষয়ে কী বলে? বি.দ্র. কেউ কোনো খারাপ মাইন্...
EmoticonEmoticon