প্রবাসী লোক যখন শোনে তার স্ত্রী পরকিয়ায় লিপ্ত বা কিচ্ছু করার নাই স্বামী বিদেশ। এই কথাটা কতটা ভয়ংকর।

কিচ্ছু করার নাই স্বামী বিদেশ” এই
লাইনটি সাথে প্রায় সবাই পরিচিত৷

শহর গ্রামে সবখানে বিশেষ করে বন্ধু
মহলে এটা কমন ডায়লগ৷ যেদিন আমি
প্রথম শুনেছিলাম আমার ছোট মনে একটু
কিউরিসিটি জাগলো কেনো এ
কথাটা বলা হয়!

একজন আমাকে এ
ব্যাপারে বললো এক মহিলার বাসায়
নাকি প্রতি সন্ধায় একটা লোক যেতো
কেউ কেউ মনে করেছিলো আত্বীয়-
স্বজন হয়তো কিন্তুু ব্যাপারটা কাছে
গিয়ে দেখলো অন্য কাহিনী৷

পরে পুলিশ আসলো লোকটাকে ধরলো আর
মহিলাকে যখন জিঞ্জেস করলো আপনি
বিবাহিত হয়ে পরকীয়া করেন? মহিলা
খুবই নরমালভাবে বললেন 'কিচ্ছু করার
নাই স্বামী বিদেশ' .

আচ্ছা একটা পুরুষ
বিদেশ কেনো যায়? কিছু টাকা ইনকাম
করতে তাই না! যাতে তার পরিবার
ভালোভাবে থাকতে পারে৷

একটা
পুরুষ যখন বাহিরে থাকে বিশেষ করে
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তখন লোকটা
বিয়ে করতে গেলোও বলে না না এ
ছেলের কাছে বিয়ে দিবো না৷ কারন
হলো ছেলে বিদেশ থাকে৷

বউটা একা
একা থাকবে কিভাবে থাকবে!

হ্যাঁ
আমি সহমত একটা মানুষ একাকি থাকতে
পারে না তার বিশেষ কাউকে দরকার
কিন্তুু একটাবার ভেবে দেখেছেন?
পরিবার ছাড়া একটা মানুষ বিদেশ
কিভাবে থাকে?

মানুষটাতো চায়
সেও প্রতি রোজায়, প্রতি ঈদে,
বোনের বিয়েতে, ছোট ভাইয়ের
বিয়েতে পাশে থাকতে প্রতিরাতে
আপনার মুখ তার বুকে লুকাতে৷ হয়তো
মানুষটা মাঝেমাঝে নিজেকে
গালি দেয় শালার জীবন!

রিকশাওয়ালা হতাম ভালো ছিলো
দিনশেষে বৌ বাচ্চা নিয়ে আরামে
ঘুমাতে পারতাম৷ কিন্তুু মানুষটা
হাজার মাইল দূরে পড়ে আছে৷ গরম
পানি তে গোসল করে টাক হয়ে গেছে৷

হাত শক্ত হয়ে গেছে হাতুড়ি পিটতে
পিটতে ৷ তিন বেলাতে এক বেলা
খায় যাতে বাড়িতে তার বাবা মা
বৌ বাচ্চা ভালো থাকুক৷

আর সেই
আপনি তার টাকায় দামী নেকলেস
দামী ফোন দামী শাড়ি পরে পরকীয়া
করেন! যে লোকটা আপনার পেটের
ক্ষুধা নিবারনের জন্যে এতো কস্ট
করতেছে আর সেই আপনি বাসায়
আরেকজনের সাথে যৌন ক্ষুধা নিবারন
করেন! স্যালুট আপনাকে :-(

তবে এর বিচার একদিন হবেই। আপনিও অপেক্ষায় থাকুন। ;-)

Previous
Next Post »

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng

জুনায়েদ ইভান এর ফেসবুক স্ট্যাটাস তথা কঠিন উক্তি। জুনায়েদ ইভান এর উক্তিসমূহ

একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার সূত্রটা কিন্তু খুবই সহজ। যতটুকু আঘাত সহ্য করার ক্ষমতা পাথরের আছে তার চাইতে বেশি আঘাত তাকে করতে হবে। যে কা...

Popular Posts