গ্রাভিটি সবকিছু পৃথিবীর দিকে টানে । কিন্তু হিলিয়াম গ্যাসভর্তি বেলুনের বেলায় সেটা হয়না কেন ?

আমরা জানি গ্রাভিটি সবকিছু
পৃথিবীর দিকে টানে । কিন্তু
হিলিয়াম গ্যাসভর্তি বেলুনের বেলায়
সেটা হয়না কেন ???

উত্তরঃ

প্লাস্টিকের একটা বক্সকে ভালো
করে আটকে পানিতে ডোবানোর
চেস্টা করলে তা আবার উঠে আসে।
কারন হলো এর ভিতরটা বায়ু দিয়ে পূর্ণ
আর বায়ু পানির তুলনায় কম ভরের।
প্লাস্টিকের বক্স যাকে ধরা যায়
হিলিয়াম ভর্তি বেলুন আর পানি হলো
বায়ুমন্ডল তাহলেই ক্লিয়ার।
আবার একটা আধাভরা পানির গ্লাসে
মাটি সহ মিশালে এরপর কিছুক্ষন রেখে
দিলে মাটি নিচে যেয়ে পরে এর
ভরের কারণে। এই পানিকে ধরা যাক
হিলিয়াম ভর্তি বেলুন আর মাটি
বায়ুমন্ডল। ভর যার বেশি তার ওজন
স্বাভাবিকভাবে বেশি আর বেশি
ওজনের বস্তু ভুমির কাছে থাকবে আর কম
ওজনেরটা দূরে বা উপরে আর
হিলিয়ামের ভর কম হওয়ায় ওজন কম তাই
হিলিয়াম ভর্তি বেলুন উপরে চলে যায়।

Previous
Next Post »

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng

জুনায়েদ ইভান এর ফেসবুক স্ট্যাটাস তথা কঠিন উক্তি। জুনায়েদ ইভান এর উক্তিসমূহ

একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার সূত্রটা কিন্তু খুবই সহজ। যতটুকু আঘাত সহ্য করার ক্ষমতা পাথরের আছে তার চাইতে বেশি আঘাত তাকে করতে হবে। যে কা...

Popular Posts