দুধ চা সমাচার। খেলে কি উপকার ও ক্ষতি হয়।

দুধ-চা খেলে তার সম পরিমাণ ভর বৃদ্ধি
পায় এবং ভরx৯.৮ (ওজন এককে-SI) পরিমাণ
ওজন বৃধি পায়।

এরপর এই পানীয় পরিপাক-ছাকন
প্রক্রিয়ায় পানিটুকুকে আর সব সাধারণ
পানির মতোই বিভিন্ন অভ্যন্তরীণ
ব্যবস্থাপনায় কাজে লাগিয়ে দূষিত
পদার্থসমেত রেচন প্রক্রিয়ায় দেহ
থেকে বের করে দেয়।

চা মস্তিষ্কে সামান্য পরিমাণ
তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি করে।

দুধ
স্বাদ বৃদ্ধি করে আর আমাদের বেশ
উপকারও করে। কনডেন্সড মিল্ক হলে তা
ক্ষতিই বেশি করে।

চা পাতা ওজন বৃদ্ধির জন্য সহায়ক তা
দুধেই হোক আর দুধ ছাড়াই হোক।

Previous
Next Post »

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng

জুনায়েদ ইভান এর ফেসবুক স্ট্যাটাস তথা কঠিন উক্তি। জুনায়েদ ইভান এর উক্তিসমূহ

একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার সূত্রটা কিন্তু খুবই সহজ। যতটুকু আঘাত সহ্য করার ক্ষমতা পাথরের আছে তার চাইতে বেশি আঘাত তাকে করতে হবে। যে কা...

Popular Posts