মূতার ময়দানে রোমানদের সাথে যুদ্ধ।
সামনে রোমানদের বিশাল
সৈন্যসংখা। তাদের নিজস্ব এক লক্ষ ও
স্থানীয় এক লক্ষ সৈন্য সর্বমোট দুই লক্ষ
সৈন্য। আর মুসলিমদের মাত্র তিন
হাজার সৈন্য এই বিশাল সৈন্যসংখা,
তাদের জীবজন্তু দেখে আবু হুরাইরা
রা: এর চোখ কপালে উঠে গিয়েছিল।
সাবেত ইবনে আরকাম বললেন
,
"মনে হয় আপনি তাদের বিশাল
বাহিনী দেখতে পাচ্ছেন। "
জবাবে আবু হুরাইরা রা: বললেন
,
"হ্যা তাই তো "
,
সাবেত ইবনে আরকাম উত্তর দিলেন
আপনি আমাদের সাথে বদরে অংশগ্রহণ
করেন নি আমরা সেদিন সংখ্যার বলে
জয় লাভ করি নি।
,
একবার চিন্তা করুন তো তিন হাজার
সৈন্যের সাথে দুই লক্ষ সৈন্যের লড়াই।
তবুও মুসলিমরা বিজয় লাভ করবে এই
বিশ্বাস সকলের ছিল, কারণ প্রতিশ্রুতি
আল্লাহ তা আলালা দিয়েছিলেন।
কারণ তারা জানতো যদি
সৈন্যসংখ্যা দশ লক্ষ ও হতো তবুও আল্লাহ
তা আলা আমাদের বিজয় দান করবেন।
কোন বিশ্বাসের জোরে মুসলিমরা
লড়াইয়ে ঝাপিয়ে পড়েছিল, সেই
বিশ্বাসটিই হল আল্লাহর প্রতি
বিশ্বাস।
,
সকল দক্ষ জাদুকরেরা মুসা আ: এর সামনে
উপস্থিত। তারা তাদের ভেলকিবাজি
সবার সামনে প্রদর্শন করল। সকলের চোখ
ধাঁধিয়ে গেল। মুসা আ: এর কাছে একটি
লাঠি। এত বড় বড় ভেলকিবাজির
বিপক্ষে সামান্য এই লাঠি কিই বা
করবে, কিন্তু প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন।
নিক্ষেপ করল লাঠি,
সকলের ভেলকিবাজিকে একেবারে
গ্রাস করে ফেলল। কোন বিশ্বাসের
জোরে তিনি লাঠিটি নিক্ষেপ
করেছিলেন, সেই বিশ্বাসটিই হল
আল্লাহর প্রতি বিশ্বাস।
,
জনমানবশূন্য তপ্ত মরুভূমিতে শিশুপুত্র
ইসমাঈল ও তার স্ত্রীকে রেখে চলে
গেলেন ইবরাহীম আ:। তাদেরকে কিছু
খাদ্য ও পানীয় দিয়ে গেলেন। কত দিনই
বা চলবে সেই খাবার আর পানীয়।
চারপাশে ধু ধু মরুভূমি তবূও তিনি
তাদেরকে রেখে চলে গেলেন। কারণ
এ যে আল্লাহর নির্দেশ। কোন
বিশ্বাসের জোরে তাদেরকে একা
রেখে চলে গেলেন সেই বিশ্বাটিই
হল আল্লাহর প্রতি বিশ্বাস।
,
আল কোরআনের মাত্র এক জায়গায় বলা
আছে শয়তান তোমাদের দারিদ্রের ভয়
দেখায় আর নব্বই এর অধিকবার বলা
আছে আল্লাহ আমাদের রিযিক
দেবেন, তবুও আমরা ভাবি "যদি এই
হারাম উপার্জন ছেড়ে দেয় তাহলে
কি করে খাব কিভাবেই বা থাকব".
আল্লাহর প্রতিশ্রুতি আমরা বিশ্বাস
করি না কিন্তু শয়তানের ধোকা ঠিকই
বিশ্বাস করি। আল্লাহর প্রতি বিশ্বাস
আমাদের কতটুকু??
,
আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সৎ
পথে চলুন। পরিস্থিতি যতই ভয়াবহ হোক
তিনি আমাদের বিজয় দান করবেনই হয়ত
দুনিয়াতে নয়ত আখিরাতে, তার
কাছে বেশী বেশী প্রার্থনা করুন
তিনি সবসময় আমাদের পাশেই আছেন।
,
"হে পরোয়ারদিগার! আমি কখনো
তোমার কাছে দোয়া চেয়ে ব্যর্থ হই
নি" (মারয়াম:৪)
EmoticonEmoticon