সব সময় নিজের দিক থেকে চিন্তা করবেন না। আপনি যা 9 দেখছেন, আরেকজন তা 6 দেখছেন.

দূরবীনের যে ল্যান্সে সব কিছু বড় করে দেখা যায়; ল্যান্সটা উল্টো করে তাক করলেই কিন্তু সব কিছু ছোট করে দেখা যাবে। তোমার আশে পাশের কেউ এরকম আচরণ করলে সেটা নিজের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা না করে তার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবে। দেখবে সেই ল্যান্সটা তুমি খুঁজে পাবে যেখানে তার অসৌজন্যমূলক আচরণ গুলো তোমার কাছে ছোট হয়ে ধরা দেবে।
First

জুনায়েদ ইভান এর ফেসবুক স্ট্যাটাস তথা কঠিন উক্তি। জুনায়েদ ইভান এর উক্তিসমূহ

একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার সূত্রটা কিন্তু খুবই সহজ। যতটুকু আঘাত সহ্য করার ক্ষমতা পাথরের আছে তার চাইতে বেশি আঘাত তাকে করতে হবে। যে কা...

Popular Posts