অনলাইনে পরিশ্রম + মেধা দুটোই থাকলে আপনি সফল হবেন।

যদি পরিশ্রম করলেই সব হয়ে যেত
তাহলে বুদ্ধির এতো কদর থাকতোনা।

অনলাইন জগৎ এর সাথে সম্পৃক্ততা থেকে
যতটুক অভিজ্ঞতা হয়েছে তার থেকে
কিছু শেয়ার করছি।

একদল লোক মনে করে (( ডলার)) নামের
বস্তুটি বাতাসে পাওয়া যায়।

আর
সেটা পেতে হলে ইন্টারনেট
ভিত্তিক যে কোন কাজ শুরু করার
সাথে সাথেই গ্যাস সিলিন্ডার এর
মতন একাউন্টে জমা হতে থাকে।

যাদের জীবনে হতাশা আর
লাফালাফি খুব বেশি। এই ধরনের
লোকদের সম্পর্কে কিছু ধারণা দেই!!
এরা মূলত খুবি অলস প্রকৃতির
উচ্চাকাঙ্ক্ষী প্রাণি।

এরা শুধু কথাই
বলে এই করবো সেই করবো কিন্তু
কাজের বেলা ঢেরস। এদেরকে আমি
আমি কোন হেল্প করতে চাইনা কারন
আমি জানি এদের হেল্প করা আর সময়
নষ্ট করা একি।

আরেকদল লোক আছে যাদেরকে আমরা
আদর করে বলি "হেটার্স" এরা মুলত সেই
লেভেলের নেগেটিভ সমালোচক।

যাদের প্রধান কাজ পরনিনন্দা করা।
সফলতার কোন ইচ্ছা এদের নেই। এরা
তেল বাবা সংগঠনের সাংগঠনিক
হিসাবে দ্বায়ীত্ব পালন করেন।

কিছু লোক সত্যি অনেক পরিশ্রমী কিন্তু
সফলতা পাচ্ছেন না কারন পরিশ্রম
সঠিক নিয়মে করছেন না।

শুধু
গাধারখাটুনি দিলেই সফল হওয়া
যায়না বিচক্ষণতা ও কৌশল এর সমন্নিত
প্রয়োগ এর মাধ্যমে সফলতা আসে। আর
কিছু লোক সত্যি সফল যারা জানে
কিভাবে সফল হতে হয়। আমাদের উচিত
সফলদের অনুসরণ করা আর নেগেটিভ
চিন্তা থেকে ধূরে থাকা। তবেই
কেবল সফল হওয়া সম্ভব।

আর এই সবকিছুর
জন্য প্রয়োজন অনেক অনেক ধৈর্য।
একবার ভাবুনতো জীবন থেকে
হারিয়ে যাওয়া ১ মিনিট ফিরিয়ে
আনতে পারবেন? তাহলে কেন মূল্যবান
সময় অকাজে খরচ করছেন??

# Think Positive # Be positive

Previous
Next Post »

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng

জুনায়েদ ইভান এর ফেসবুক স্ট্যাটাস তথা কঠিন উক্তি। জুনায়েদ ইভান এর উক্তিসমূহ

একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার সূত্রটা কিন্তু খুবই সহজ। যতটুকু আঘাত সহ্য করার ক্ষমতা পাথরের আছে তার চাইতে বেশি আঘাত তাকে করতে হবে। যে কা...

Popular Posts