সম্পর্কের উদাসীনতা যেভাবে মানুষকে একা করে দেয়..

সে অনেক দিন আগের কথা। প্রিয় কেউ
একজন ক্ষোভ নিয়ে বললো,
- আপনি সম্পর্কের ব্যাপারে একদম
উদাসীন।
অভিযোগ মাথা পেতে নিয়ে বললাম,
- I know.
কিন্তু এই উদাসীনতা চক্র থেকে হাত
ধরে কেউ আমায় বের করে আনে নি। শুধু
অভিমানে দূরেই সরে গেছে।
.
ঘটনা ১:
.
এইতো দিন দুয়েক আগে এক সময়ের
ক্রাশকে নক দিয়ে জিজ্ঞেস করলাম,
- কেমন আছেন?
উনি রিপ্লাইতে উত্তর না দিয়ে
জিজ্ঞেস করলেন,
- নাস্তা খেয়ে নক দিতে এত দিন
লেগে গেল?
আমি ভাবলাম অন্য কাউকে মেসেজ
পাঠাতে গিয়ে ভুলে আমাকে
পাঠিয়ে দিয়েছে। তাই রিপ্লাই
দিলাম,
- বুঝলাম না।
উনি সাথে সাথে রিপ্লাই দিলেন,
- আমাদের লাস্ট চ্যাট দেখেন।
লাস্ট চ্যাট দেখে অবাক হলাম।লাস্ট
চ্যাট হয়েছিল নভেম্বর ৪। আর আজ
ডিসেম্বর ৪। নাস্তা শেষে অন্তত নক
করাটা জরুরী ছিল। ভুলটা আমার ছিল।
এটা ভুল নয়। এটা হল সম্পর্কের
উদাসীনতা। সরি টাইপ করতে আমার
মিনিট দুয়েক সময় লেগেছে। এক
মাসের জমানো ক্ষোভ দুই মিনিট পর
টাইপ করা "সরি" তে গলার কথা নয়।
.
ঘটনা ২:
.
ছোটবেলা থেকে আমি আর শামসু
(শামসুদ্দিন...আদর করে শামসু ডাকি) এক
সাথে বড় হয়েছে। সম্পর্কে ফুফাতো
ভাই হলেও শামসু আমার ভাইয়ের অভাব
ঘুচিয়ে দিয়েছে। বয়সে শামসু বড় হলেও
ওর উপর সবসময় আমার কর্তৃত্ব থাকে।
আমার শাসন বারন সবসময় বড় হয়েও ছোট
ভাইয়ের মত মেনে নিয়েছে।
শামসু একসময় আমাকে খুব ফোন করতো।
তখন আমার দুর্দিন চলছিল। দুয়েকদিন পর
পর ফোন। টানা ৩০/৪০ মিনিট বকবক। কেন
জানি ওর বকবক সহ্য হত না। কল রিচিব
করা বন্ধ করে দিলাম। তারপরও কলের পর
কল করত। একদিন কল ব্লক করে দিলাম।
তারপর অনেক দিন কেটে গেল। একদিন
আমি ফোন দিলাম। শামসু রিচিব করে
নি। এখনো মাঝে মাঝে ফোন দিই। ও
রিচিব করে না।
অভিমানে দূরে সরে গেছে। আর
আমাকে বুঝিয়ে গেছে ওর ৩০/৪০
মিনিট কথা বলাটা বকবক ছিল না।
ভালোবাসা ছিল।
.
উহু......প্রিয়জনেরা এভাবে অভিমানে
দূরে সরে যাবে মানা যায় না।
সম্পর্কের চর্চা করতে হবে। আর সেটা শুরু
করতে হবে এখনই। তা না হলে একদিন
জীবনের লুকিং গ্লাসে তাকিয়ে
দেখবো সামনে পিছে কেউ নেই। কেউ
নেই পাশে। শুধু আমি একলা একা।

Previous
Next Post »

জুনায়েদ ইভান এর ফেসবুক স্ট্যাটাস তথা কঠিন উক্তি। জুনায়েদ ইভান এর উক্তিসমূহ

একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার সূত্রটা কিন্তু খুবই সহজ। যতটুকু আঘাত সহ্য করার ক্ষমতা পাথরের আছে তার চাইতে বেশি আঘাত তাকে করতে হবে। যে কা...

Popular Posts