যদি অন্য প্রাণীদের ফেসবুক অ্যাকাউন্ট
থাকত তাহলে কেমন হত তাদের
স্ট্যাটাস আপডেট!!
.
★ তেলাপোকাঃ এইমাত্র বেঁচে
ফিরলাম, একটা মাইয়ার শরীরে ঝাপ
দিছিলাম, 'ও মাগো' কইয়া চিক্কুর
মারছে! ওহ্ গড, কান্ডা আমার শেষ। -
feeling sad!!
.
★ বিড়ালঃ আজ সকালে একটা অদ্ভুত
ঘটনা ঘটল৷
আমার ৪ নম্বর বাচ্চাটা হঠাৎ গলা
জড়িয়ে ধরে জানতে চাইল ওর বাবা
কে? আমি এখন কি করে বলি? আমার
নিজেরই যে মনে নেই! feeling confused!!
.
★ মশাঃ OMG ! আমি HIV পজিটিভ!!
কেন যে
টেস্ট না করেই রক্ত খেতে গেলাম !!! -
feeling
heartbroken!!
.
.
★ ছাগলঃ যাক, কুরবানি শেষ হলো।
এবার একটু
শান্তিতে বাইরে বেরুতে পারবো। -
feeling
relaxed!!
.
.
★ মুরগীঃ কাল যদি আমি কোন
স্ট্যাটাস না দিই, তাহলে বুঝে নিও
ফ্রান্স আমি আছি কোনো বিয়ে
বাড়ির রোস্টের ডিশে। - feeling
disappointed!!
.
.
★ বাঘঃ ব্যাটা আসছে বন্দুক নিয়ে
আমাকে শিকার করতে, একটা 'হালুম'
করছি আর ভয়ে দে'দৌড় ! - feeling proud!!
.
.
★ বাদুড়ঃ সারাদিন তো সিধা হয়ে
ঝুলে থাকি, মানে পা ওপরের দিকে
আর মাথা নিচের দিকে। আজ
কিছুক্ষণের জন্য উল্টো হলাম! আর দেখি
কি আজব তামাশা!মানুষগুল
ো সব উল্টো হয়ে হাঁটছে ! -feeling crazy!!
.
.
★ ময়ুরীঃ জন্মদিনটা চমৎকার কাটল! ও
আমাকে
আজ পেখম মেলে নাচ দেখালো,
বেঁচে থাকার মাঝে এতো সুখ, কি যে
করি ?? - feeling loved!!
.
.
★ কোকিলঃ শীত এসে গেল, আর শীত
গেলেই তো শুরু হয়ে যাবে আমাদের
লাইভ কনসার্ট, গেলাম। আবার
রেওয়াজে বসতে হবে.. - feelings excited!!
.
.
★ উকুনঃ আজ টেনশনে ফেলে
দিয়েছিলো। আজ
মাথায় চিরুনি অভিযান
চালাচ্ছিলো। অল্পের জন্যে চিরুনির
ফাঁক দিয়ে বেঁচে ফিরেছি। - feeling
awesome!!
.
.
★ টিকটিকিঃ ইয়েস, আই ডিড ইট!
ব্যাটা সারাদিন কম্পিউটার খুলে
ফেসবুকে মুখ গুঁজে বসে থাকে।বাথরুমটা
সেরেছি একেবারে মাথার উপরের
ছাদে বসে, একেবারে ঠিক মাথার
উপর।ওয়াও! হোয়াট আ টার্গেট!!
নিজেকে জানুন
ফান পোস্ট
যদি অন্যান্য প্রাণীকুল ফেসবুক ব্যাবহার করতে পারতো, তাদের পোস্টগুলো যেমন হতো..
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)
জুনায়েদ ইভান এর ফেসবুক স্ট্যাটাস তথা কঠিন উক্তি। জুনায়েদ ইভান এর উক্তিসমূহ
একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার সূত্রটা কিন্তু খুবই সহজ। যতটুকু আঘাত সহ্য করার ক্ষমতা পাথরের আছে তার চাইতে বেশি আঘাত তাকে করতে হবে। যে কা...
Popular Posts
-
একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার সূত্রটা কিন্তু খুবই সহজ। যতটুকু আঘাত সহ্য করার ক্ষমতা পাথরের আছে তার চাইতে বেশি আঘাত তাকে করতে হবে। যে কা...
-
প্রতিশোধ অন্য ভাবেও নেয়া যায়। কেউ তোমাকে মেরে রক্তাক্ত করে ফেললে তুমি অপেক্ষা করবে কবে তার রক্তের দরকার হবে এবং সেই রক্ত তুমি নিজে তা...
-
প্রশ্নঃ মন থেকে নারী চিন্তা ও যৌন চিন্তা, কামভাব দূর করার কী কোন পদ্ধতি আছে? মেডিকেল সাইন্স এবিষয়ে কী বলে? বি.দ্র. কেউ কোনো খারাপ মাইন্...
EmoticonEmoticon