যে সকল চিন্তা আপনার বিশ্ববিদ্যালয় জীবনকে এগুতে দেয় না। বা যা এড়িয়ে চলা উচিত।

আজ  পাবলিক_বিশ্ববিদ্যালয়ে পড়া-
লেখার সুযোগ পেয়েও টেনশন যেনো
কমছে না বরং বাড়ছে।
.
যখন জাতীয়তে ভর্তি ছিলাম তখন
এত্তো টেনশন কখনোই হতো না। ধারণা
ছিলো, কি আর হবে। টুকটাক করে
চালায়া যাই। কিছু হলে হবে না হলে
নাই।
.
কিন্তু আজ মনে হয়, পড়ছি তো পাবলিক
বিশ্ববিদ্যালয়ে বের হয়ে চাকুরি পাব
তো?
ভালো একটা সম্মান সূচক চাকুরি হবে
তো?
.
এর প্রধাণ কারণ, বাবা-মা খুব বেশি উচ্চ
শিক্ষায় শিক্ষিত নন। তাই তাদের
ধারণা, তাদের ছেলের যেনো চাকুরি
নিশ্চিত হয়ে গেছে। আর তাদের
চিন্তা করতে হবে না। বুড়ো বয়সে এই
ছেলেই তাদের শেষ সম্বল হবে।
.
কিন্তু সত্যিই কি তাই?
.
পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার তৃপ্তির
পড়েও আজ ভয় বেশি। প্রতিনিয়তয়
ভাবতে হয় ভবিষ্যৎ নিয়ে, ক্যারিয়ার
নিয়ে।
বাবা-মায়ের স্বপ্ন পূরণ নিয়ে!
.
পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েও দিন
শেষে হাজারো চিন্তা মাথায়
নিয়ে সবার সামনে হাসি মুখে
থাকতে হয়। ভালো আছি।
(ফেসবুক থেকে - ছোটভাই লিখছে)

এ সব চিন্তা পড়ালেখা শেষ করার আগ পর্যন্ত ছেড়ে দিতে হবে।

Previous
Next Post »

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng

জুনায়েদ ইভান এর ফেসবুক স্ট্যাটাস তথা কঠিন উক্তি। জুনায়েদ ইভান এর উক্তিসমূহ

একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার সূত্রটা কিন্তু খুবই সহজ। যতটুকু আঘাত সহ্য করার ক্ষমতা পাথরের আছে তার চাইতে বেশি আঘাত তাকে করতে হবে। যে কা...

Popular Posts