বেশি ঘুমাইলে আমার মন খারাপ হয়। এর
কারণ কী হতে পারে বলে হয়? এরকম কি
আমি একাই?
উত্তরঃ
বেশী ঘুমালে মস্তিষ্ক কম কার্যকারী
থাকে ফলে ডোপামাইন নিঃসরণ কম
হয়।
মন ফুরফুরে থাকার জন্য
ডোপামাইনের ভূমিকা সব চেয়ে
উল্লেখযোগ্য।
তবে এর ব্যতিক্রমও হয়।
সেটাও একটা নিয়মানুযায়ী হয়।
EmoticonEmoticon