✍জীবনটা ইটের ভাটা নয় যে পোড়ে পোড়ে
ছাঁই হয়ে যাবে।নড়কের মতো আগুনের
স্রোত বইবে।জীবনটা স্বপ্নের মতোও নয়
যে স্বপ্নের রাজ্ব গড়ে দিবে।যেখানে শুধু সুখ
আর সুখ..
জীবন হলো পৃথিবীতে ঘুরে বেড়ানো
বাস্তবতা।বর্তমান সুখ সন্ধানী।এখানে যুদ্ধ করতে
হয় রাত-দিন। এক মুঠো সুখ ছিনিয়ে নিতে হয়।
দিনের পর দিন লড়ুকের সাথে লড়তে হয় নিজের
চেষ্টা দিয়ে...
জীবন কিছু দেয় না। বরং কেড়ে নেয়। তবে এটা
নয় যে,যা চলে যাচ্ছে,তাকে চলে যেতে
দেয়া। তা-ই করো,যা যাচ্ছে,তা যেতে না দেয়া...
প্রথমে জীবনকে জানো,অন্যকে নয়।
নিজেকে জানার মধ্যে এক অভিজ্ঞতা আছে।
যদি সফল হতে পারো। হাল ছেড়ো না। শক্ত করে
ধরে রাখো। একদিন দেখবে, যাকে ধরে
রেখেছো,সে নিজে-ই যেতে চাইবে না...
আমরা অনেকে-ই আছি,যারা অসম্ভবকে সম্ভব
করে ফেলি মানুষের সামনে। তাদেরকে
তেতিয়ে দেই কাজটি করার জন্য। কিন্তু একবার কি
ভেবেছেন যে,বাস্তবতা কতটা গভীর,কতটা
কঠিন? হ্যাঁ,কেউ বলে থাকে যে,এটা খুব সোঁজা,একদম পানির মতো।
কিন্তু ভাবুন তো,পানি কি
ততোটা সোঁজা? যতটা আমরা মনে করি।না, একদম-ই
না...
সুখ আপনার আশে-পাশে-ই ঘুরছে। কিন্তু আপনি
ধরতে পারছেন না।
কেন পারছেন না জানেন?
আপনার মিথ্যা স্বপ্নের জন্য। যদি স্বপ্ন নিয়ে ব্যস্ত
থাকেন,তবে বাস্তবতায় হাত রাখবেন কখন?
আপনি হয়ত জীবনে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখবেন কিন্তু জীবনকে সুন্দর করার জন্য বার বার সুযোগ নাও আসতে পারে।
তাই প্রতিটা সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন।
EmoticonEmoticon