অনলাইনে আয় মুড়ির মোয়া না। যে পাইলেন আর খাইলেন।
আবার অনেকে বলে আমার ল্যাপটপ আছে আমি কি পারবো?
আপনার শুধুমাত্র ল্যাপটপ বা পিসি থাকলেই হবে না। আপনার কাজও জানতে হবে।
যে কোন স্পেসিফিক কাজ থেকেও ইনকাম করা কঠিন। মোটামোটি সব কাজের প্রতি ঢারন রাখতে হয়।
আর ফ্রিল্যান্সিং শেখার জন্য কোন প্রতিষ্ঠানের কাছে ভুলেও যাবেন না।
গুগল যদি হয় আপনার প্রথম শিক্ষক & ইউটিউব যদি হয় সহকারী শিক্ষক। আর আপনি যদি হন মনযোগী ছাত্র।
তাহলেই আপনি সফল হবেন।
EmoticonEmoticon