প্রিয়া
কেমন আছ ? কতদিন তোমার ক্লোজ আপ
দাতের হাসি দেখিনা।
প্রতিটি ক্ষণে
তোমার ফেয়ার এন্ড লাভলীর মুখ
ভেসে উঠে।
তোমার মেরিল লিপজেলের বাকা
ঠোট গুলি
এখনো মিস করি।
অবাক নয়নে চেয়ে
দেখতাম
যখন তোমার তিব্বত কদুর তেলের চুল
বাতাসে
উড়তো।
এখনো খুব
ইচ্ছে করে কোনো একদিন
বৃষ্টিতে ভিজে দুজনে গ্লুকোজ
বিস্কুটের
সাথে ইস্পাহানি মির্জাপুর চায়ে চুমুক
দিবো।
তোমাকে
আপন জুয়েলার্স থেকে
অলংকার কিনে দেয়ার ক্ষমতা এখন
আমার
নেই,
তবে জনি প্রিন্ট শাড়ি ও বাটা
সেন্ডেল পরে আমার কাজির
বাড়িতে রওনা
দিব।
আমিও
বিয়ের জন্যে স্ট্যান্ডার্ড লুঙ্গি
কিনে রেখেছি।
তুমি চিন্তা করোনা
সখী,
আমাদের দুষিত মন আমরা হুইল পাউডার
দিয়ে
ধুয়ে ফেলবো।
যদি আমাদের ভালবাসা কেউ
ভেঙ্গে দিতে আসে, আমরা ব্লাক হর্স
বা
টাইগার খেয়ে ঝাপিয়ে পরবো।
বাবা-মা
আমাদের সম্পর্ক মেনে না নিলে
প্রয়োজনে
আমরা গরু মার্কা ঢেউ টিন দিয়ে ঘর
বাধবো।
ফিলিপস বাত্তির আলোতে আর.এফ.এল
প্লাস্টিক ফার্নিচার দিয়ে ঘর
সাজাব আর
সেই ঘরে তুমি রাধুনি গুড়া মসলা
দিয়ে
রান্না করে
শরিফ মেলামাইনের প্লেটে
খাওয়ায় দিবে।
আমাদের সব হবে ব্রান্ডেবল। :-P
EmoticonEmoticon