শুভ জন্মদিন ভাই তুই আর অল্প কয়দিন
বাইচ্ছা থাক সেই দোওয়া করি।
ছেকা খাওয়ায় নোবেল দিলে
ইতিহাসে তুই প্রথম না হলেও দ্বিতিয়
স্থান দখল করতে পারতি।
বাকের পাড়া
ব্রিজ তো তুই নাছানাছি কইরা অর্ধেক
ডাবায় দিলি। :-P
লুইচ্ছা দেখছি তবে
তোর মতো খুবি কম দেখছি, তোর যৌবন
তো সব শেষ কইরা দিলি।
খারাপেরো খারাপ থাক তুই এই
কামনাই করি আর ট্টিটা টা না
দিলে কিন্তু নিছে আগুন লাগায়া
দিমু।
EmoticonEmoticon