যে কারনে আপনার পছন্দের মানুষকে ভালোবাসবেন, কিন্তু ডিপেন্ডেড হবেন না। অনেকগুলো যুক্তি আছে, চাইলে পড়তে পারেন।

যে মানুষটিকে তুমি পছন্দ কর, দেখবে
কোন না কোন ভাবে মানুষটির প্রতি
তুমি ডিপেন্ডেন্ট হয়ে গেছো।

তার দিকে তাকিয়ে এমন অনেক কষ্ট
তুমি সহ্য করে গেছো।

যে কষ্টটা
তোমার ছিল না অনেক সুখ তুমি
গায়ে মাখো নি। যে সুখটা তোমার
ছিল
এই ইমোশন সাইকেলটি এক পর্যায়
তোমাকে তোমার কাছ থেকে কেড়ে
নিবে অন্যএকজন মানুষের উপর।
নির্ভর করবে তুমি ভাল থাকবে
নাকি খারাপ
মানুষটি চলে গেলে তুমি
কিংকর্তব্যবিমুঢ় পাগলের মত ঝড়ের
রাতে কাঁদবে কেননা মানুষটি
সাথে করে তোমার একটা অস্তিত্ব
নিয়ে চলে গেছে।

সে চলে
যাবার সাথে সাথে তোমার যে
অংশটা তার প্রতি ডিপেন্ডেন্ট ছিল
সেই অংশটাও নিয়ে গেছে।

তোমার আশে পাশের প্রাপ্তি গুলো
তোমাকে আর আনন্দ দিবে না কেননা
তাকে বাদ দিয়ে তুমি সুখ বোধ করতে
না সে নেই।

সুখও নেই
তোমার নিজেকে লোহার মত মনে
হবে। আঘাতে লোহারা মচকায় না
সহ্য করতে না পারলে একদম ভেঙ্গে
দু টুকরা হয়ে যায় তোমার এক টুকরো
নিজের কাছে।

অন্যটি তার কাছে
মানুষকে ভালবাসবে খবরদার
ডিপেন্ডেন্ট হবে না মানুষ গুলা
শেষমেশ তোমার সাথে নাও থাকতে
পারে।

পৃথিবীতে যে মানুষটা
কোনদিন তোমাকে ছেড়ে যাবে না
সেই মানুষটাকে দেখতে চাইলে
আয়নার সামনে এসে দাড়াও।

চার্লি চ্যাপলিন ঠিকই তো বলেছেন
তুমি কাঁদলে আয়নার মানুষটা কখনোই
হাসবে না।

Previous
Next Post »

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng

জুনায়েদ ইভান এর ফেসবুক স্ট্যাটাস তথা কঠিন উক্তি। জুনায়েদ ইভান এর উক্তিসমূহ

একটা শক্ত পাথর ভেঙ্গে ফেলার সূত্রটা কিন্তু খুবই সহজ। যতটুকু আঘাত সহ্য করার ক্ষমতা পাথরের আছে তার চাইতে বেশি আঘাত তাকে করতে হবে। যে কা...

Popular Posts